রামপালসহ ৫ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ অনলাইন ডেস্ক : মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (রামপাল বিদ্যুৎ প্রকল্প) ইউনিট-১ এর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আরও ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন তারা। মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাতটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি পাঁচটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা দেন দুই দেশের প্রধানমন্ত্রী। প্রকল্প পাঁচটি হলো- – মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (রামপাল বিদ্যুৎ প্রকল্প) ইউনিট-১। – খুলনার রূপসা রেলসেতু। – বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ২৫টি প্যাকেজে সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সরঞ্জাম এবং যন্ত্রপাতি সরবরাহ। – খুলনা দর্শনা রেললাইন সংযোগ প্রকল্প। – পার্বতীপুর-কাউনিয়া মিটারগেজ রেললাইনকে ডুয়েল গেজ লাইন রূপান্তর প্রকল্প। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর হায়দরাবাদ হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভ্যর্থনা জানান। ফটোসেশনে অংশগ্রহণের পর দুই প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন দুই প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে আগামী ০৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি। Share this:FacebookX Related posts: খুলনা, চট্টগ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হাসিনা-মোদি শীর্ষ বৈঠকটি হতে পারে ২৭ মার্চ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী ছয় দফা বাঙ্গালীর “স্বাধীনতার সনদ” : শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কাউকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়নি ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস সব ধরনের গণপরিবহন চলবে সোমবার থেকে কোনো সাংবাদিক ভবিষ্যতে হেনস্তার শিকার না হয়, সেবিষয়ে সচেষ্ট থাকবো: তথ্যমন্ত্রী তেলের মূল্য বৃদ্ধির কারণ জানালেন ওবায়দুল কাদের ডলার কারসাজি: ৬ ব্যাংকের ট্রেজারিপ্রধানকে অপসারণের নির্দেশ বাংলাদেশের মানুষ বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ৫ প্রকল্পেরউদ্বোধন করলেনরামপালসহহাসিনা-মোদি