বেনাপোল বন্দরে দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২ অনলাইন ডেস্ক : পবিত্র আশুরা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী চলাচল সচল রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দরের উপপরিচালক আব্দুল জলিল। তিনি জানান, বুধবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চালু হবে। বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, আশুরা উপলক্ষে সরকারি ছুটিতে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে শত শত ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কল কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রবসহ বিভিন্ন পণ্য রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, এ পথে আমদানি, রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। করোনা সুরক্ষা নিয়ম মেনে পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করছে। Share this:FacebookX Related posts: বেনাপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আবারও বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হলো আমদানি-রফতানি বানিজ্য বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্থবির বেনাপোল রেলপথে চলবে আমদানি-রফতানি কার্যক্রম চলতি বছরে বেনাপোল রেলপথে ২৬১ কোটি টাকা রাজস্ব আয় বাজার-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতে পদ্মার ইলিশ পাঠানোর আগেই পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত চাল আমদানিতে শুল্ক কমলো ৩৭ শতাংশ হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ বোতলজাত সয়াবিন তেলে লিটারে বেড়েছে ৩০ টাকা ২-৩ দিনের মধ্যে তেলের সংকট কেটে যাবে : বাণিজ্যমন্ত্রী ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করবে ডলারের দাম SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানি-রপ্তানি বন্ধবন্দরে দিয়েবেনাপোল