বোতলজাত সয়াবিন তেলে লিটারে বেড়েছে ৩০ টাকা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলে ৩০ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল ৩৭ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৮০ টাকা ও পাম তেল ১ লিটার বিক্রি হবে ১৭২ টাকায়।

বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফাচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত পরিশোধিত তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩০ টাকা। আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল প্রতিলিটারে ১৬৮ টাকা, এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।

খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে হত ১৪৩ টাকায়। নতুন দাম নির্ধারণের পর তা কিনতে হবে ১৮০ টাকায়।

বোতলজাত পরিশোধিত সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার কিনতে হত ৭৬০ টাকায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত পাম তেল কিনতে হবে ১৭২ টাকায়, আগে যা কিনতে হত ১৭২ টাকায়।