হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
হালুয়াঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

দেওয়ান নাঈম,হালুয়াঘাট:সনাতন ধর্মাবলম্বীদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমী পূজার দিন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হালুয়াঘাট উপজেলার নড়াইল, বিলডোরা ,শাকুয়াই, হালুয়াঘাট পৌরসভাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.রেজাউল করিম ও এসিল্যান্ড মো.তৌহিদুর রহমান।

এ বছর হালুয়াঘাট উপজেলায় মোট ৬১টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউএনও মো.রেজাউল করিম পূজায় আগত মন্ডপে সকলের উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গোৎসবে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।সেই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।এসময় হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মো. কামরুল হুদা,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো.আমিনুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো.দেলোয়ার হোসেন,সিনিয়র ইউনিয়ন দলনেতা মো.রুহুল আমিন,আব্দুর রহিম,ইউনিয়ন কমান্ডার আব্দুল মতিন প্রমূখ।