টাস্কফোর্সের অভিযানে বিজয়নগরে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের মাদকসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২২

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। এ সময় আরো ৫জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আজ শনিবার সকালে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) এডি মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে ২৫ বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালাছড়া গ্রামের মোঃ জালাল মিয়া-(৫২), একই এলাকার মোঃ আইয়ূব খাঁন-(৩২) ও মোঃ ফিরোজ-(৪৫), বিষ্ণুপুর গ্রামের মোঃ সাদ্দাম ভ‚ইয়া-(২৫) ও উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাওড়া গ্রামের মোঃ রুবেল-(৩২)।

এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা, ১৬৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১০ বোতল ইস্কফ সিরাপ ও ৩০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মাদকদ্রব্যের সিজার মূল্য আনুমানিক ১১ লাখ ৪৩ হাজার ১শত টাকা।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃতদের বিজয়নগর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।