হালুয়াঘাটে কর্মহীন অসহায় দুস্থ ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনাভাইরাস এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বসাধারণকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি নির্দেশ অনুযায়ী হালুয়াঘাটে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭০০ কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। জানা যায়, উপজেলার প্রায় ৩০ জন কর্মকর্তা ৩১ মার্চ অপরাহ্ন থেকে সন্ধা পর্যন্ত অসহায় শ্রমজীবি মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কর্মহীন প্রত্যেকটি পরিবারকে একটি সাবান ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে থেকে ৭০০ কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে একটি সাবান ও ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি ভাবে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ১৪ টন চাল ও নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রত্যেক দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৭০০ পরিবারের মাঝে এই সমস্ত ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া সব ধরনের দোকান পাটের বেচাকেনা বন্ধ রয়েছে। হালুয়াঘাট থেকে রাজধানীগামী দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্বসাধারণকে নিজ নিজ ঘরে থাকতে বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার্বক্ষণিক বাজার মনিটারিং করছেন। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নস্থানে শুরু করা হয়েছে জীবানুনাশক স্প্রে। মরণ ঘাতক করোনাভাইরাস নিয়ে সচেতন থাকার জন্য মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। অত্র উপজেলায় এখনো কোন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যাই নাই। করোনাভাইরাস প্রতিরোধ করতে সকলকে সামাজিক দূরুত্ব বজায় রাখতে আহবান জানান তিনি। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কর্মহীন মানুষদের নগদ টাকা বিতরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান হালুয়াঘাটে অভাবী মানুষের পাশে দাঁড়াতে পাড়া-মহল্লায় ছুটে চলছেন ইউপি চেয়ারম্যান গৌরীপুরে কর্মহীন ও অসহায় পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের খাবার দিলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন স্কাউট সদস্যরা হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন SHARES Matched Content দেশের খবর বিষয়: অসহায়কর্মহীনত্রাণ সামগ্রী বিতরণদুস্থ ৭০০ পরিবারের মাঝেহালুয়াঘাটে