মিথ্যা মামলা ও প্রতারক মৌসুমী পারভিন ময়নার হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ মো:আতিয়ার রহমান খুলনাঃ খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা প্রতারণা ও জাল জালিয়াতের মাধ্যমে ভূয়া কাবিন নামা তৈরী করে নিরীহ যুবকদের কাছ থেকে অর্থ আদায়কারী, মামলাবাজ মৌসুমী পারভিন ময়না ওরফে মৌসুমী আক্তার ময়নার প্রতারণা ও ভূয়া মামলা থেকে রক্ষা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভরসাপুর গ্রামের ঝালবাড়িয়া গ্রামের জামির মোল্লা। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামির মোল্লা বলেন, আমার ছেলে রাকিবের সাথে চলতি বছরের ৮ মার্চ পরিচয় হয় ফুলতলার মৌসুমী পারভিন ময়নার। পরিচয়ের পর থেকে ময়না আমার ছেলেকে ভাই ডাকে এবং জানায় প্রধানমন্ত্রীর এপিএস-২ এর সাথে তার খুব ভালো সম্পর্ক। রাজিবকে সে সরকারী চাকরী দিয়ে দেবে। এই বলে গত ৭/৮ মাসে সে আমাদের কাছ থেকে প্রায় দেড়লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু চাকরী আর দেয়নি। চাকরীর দিতে না পারায় তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতে শুরু করে। এক পর্যায়ে সে রাকিবের নামে ভূয়া কাবিন নামা তৈরী করে। ২০১৬ সালে একটা কাবিননামা সৃষ্টি করে এবং ২০১৯ সালে আরও একটি কাবিননামা সৃষ্টি করে। যার একটি দেনমোহর উল্লেখ করে ২০ লাখ টাকা, অপরটিতে ৫ লাখ টাকা। এরপর শুরু হয় ময়নার নির্যাতন। একের পর এক মামলা দায়ের করতে থাকে আমার ছেলের নামে। সর্বশেষ আমার ছেলের নামে সে ভূয়া ধর্ষন মামলাও দিয়েছে। যার কোন ভিত্তি নেই। (ডিএনএ পরীক্ষা করলেই মৌসুমীর এই ধর্ষণ মামলা ভূয়া প্রমাণিত হবে)।পরবর্তীতে আমরা মৌসুমী পারভিন ময়নার চারটা স্বামীর খবর পেয়ে যাই। এছাড়া আরও অনেক ছেলে বন্ধু রয়েছে তার। যারা ভূয়া স্বামীদের কাছ থেকে অর্থ আদায় করে ভাগাভাগি করে নেয়।তার এক স্বামীর নাম বেল্লাল খন্দকার। যার ঘরে লাবিব হোসেন (তন্ময়) নামে একটি ছেলে রয়েছে। এছাড়া আলামিনের ঘরে ময়নার তিনটি সন্তান রয়েছে (দুই ছেলে আর এক মেয়ে)। মৌসুমী পারভিন ময়নার আর এক স্বামীর নাম নুরুল আলম বাবু। যার অনেক কাগজপত্রও আমরা সংগ্রহ করতে পেরেছি। মৌসুমীর নিয়ন্ত্রনে আছে একাধিক ক্লিনিক। যেখান থেকে সে প্রয়োজনীয় ভূয়া কাগজপত্র সংগ্রহ করতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার অবাধ যাতায়াত আছে বলেও ভয় দেখায় মৌসুমী। পুলিশও তার কেনা গোলাম বলেও ভয় দেখায় নিরীহ যুবকদের। ফলে অনেকেই তার প্রতারণায় সর্বশান্ত হয়েছে। এই মৌসুমীর অনৈতিক কাজ সহ্য করতে না পেরে তার গায়ে এসিড ঢেলে দেয় তার এক স্বামী। বর্তমানে মৌসুমী ও তার বাহিনীর লোকেরা আমাদেরকে প্রতিনিয়ত হয়রাণী করে চলেছে। একাধিক সময়ে ফোন দিয়ে তারা ৫০ হাজার টাকা দাবি করে বলছে, টাকা দিলেই রাকিবের বিরুদ্ধে সব মামলা তুলে নেয়া হবে। টাকা না দেয়ায় মৌসুমী আমার ছেলে রাকিব ও তার পূর্বের স্বামী নুরুল আলম বাবুর বিরুদ্ধে মিথ্যা ধর্ষনের মামলা দায়ের করে। এই মৌসুমী পারভীন ময়না একজন দেহব্যবসায়ী। সে নিজে এই কাজে অন্যকেও সহায়তা করে। ২০১৪ সালের ২২ মার্চ রাতে মৌসুমীর ঘর থেকে অবৈধ কার্যাকলাপেরত থাকা অবস্থায় এলাকাবাসী এক যুবক ও এক যুবতীকে আটক করে। যারা ওই দুই যুবক-যুবতীকে আটক করে তাদের বিরুদ্ধে রেপ কেস দেয়ার হুমকি দেয় মৌসুমী। মৌসুমীর বাড়িতে নিয়মিত মদের আসর বসতো। এই ঘটনায় মৌসুমীর মা মমতাজ বেগম থানায় মেয়ে মৌসুমীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। মৌসুমীর এসব অনৈতিক কাজের প্রতিবাদ করায় অনেকের বিরুদ্ধে সে হয়ারণি মূলক বিভিন্ন মামলা দিয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে বিদ্রোহী প্রার্থীকে আ’লীগের মনোনয়ন দেয়ায় প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইউএনও’র গাড়ি ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা,আহত-৪ তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী শুরুতেই গলদ; উদ্বোধন করতে গিয়ে কাজ বন্ধ করে দিলেন হুইপ! আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ১০ জুয়াড়ি আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল কাগজের ফুল বিক্রি করেই চলে যার সংসার SHARES Matched Content দেশের খবর বিষয়: পেতেমিথ্যা মামলা ও প্রতারক মৌসুমী পারভিন ময়নার হাত থেকে রক্ষাসংবাদসম্মেলন