পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত : অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার শিবরামপুর সুইচ গেট এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তানজিল শেখ(৩৫) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১টি রিভলবার উদ্ধার করা হয়।

এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত তানজিল পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুর মহল্লার বাবু শেখের ছেলে। বুধবার ভোররাতে এই ঘটনাটি ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে যে, শিবরামপুর সুইচ গেট এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ অবস্থায় তানজিল পরে থাকে। পরে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।