বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বাঘা উপজেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঘা উপজেলা রাজশাহী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

খেলায় বাঘা উপজেলা ফুটবল একাদশ ৩-১ গোলে বাগমারা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে।

বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে দীর্ঘদিন পর বাঘা উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এতে উপজেলাবাসী খুবই খুশি।