কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক ; প্রধানমন্ত্রী অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা সংলগ্ন হারোয়া ভবানীপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন হাজারো জনতা। এ সময় বনপাড়া বাজারের প্রায় সহস্রাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, আনিসুর রহমান, তোজাম্মেল হক, মমিন আলী ও আব্দুস সালাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু শামা, বণিক সমিতির সাবেক সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান কে এম জামিল হোসেন। বক্তারা নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বনপাড়া পৌরসভা সংলগ্ন হারোয়া-বাহিমালি-ভবানীপুর এলাকায় ২২ একর খাস জমিসহ নর্থবেঙ্গল সুগার মিলের ৭০১ একর ইক্ষু খামার রয়েছে। পাশেই রয়েছে হেলিপ্যাড। অন্য পাশে রয়েছে কাদিরাবাদ সেনানিবাস, ঈশ্বরদী ইপিজেড, রুপপুর পারমাণবিক কেন্দ্র, ঈশ্বরদী ইক্ষু ও কৃষি গবেষণা কেন্দ্র। সহজে জমি প্রাপ্তির সুবিধা, চমৎকার ভৌগলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে এ বিশ্ববিদ্যালয় স্থাপন সব দিক থেকে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হবে। তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বক্তারা এখানেই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জোর দাবি জানান। Share this:FacebookX Related posts: সিংড়ায় ঋত্বিক ঘটকের বাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন বিজয়নগরে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন বিনা খরচে করোনা পরীক্ষার দাবিতে মানববন্ধন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বড়াইগ্রামে অপপ্রচার ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী সুমনের মোটরসাইকেল শোডাউন SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষি বিশ্ববিদ্যালয়মানববন্ধনস্থাপনের দাবিতে