বাইডেনসহ ৯৩৬ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ২২, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৩৬ মার্কিনির রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও রয়েছেন। একইসঙ্গে নতুন আরও ২৬ কানাডিয়ানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি বলছে, শনিবার নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে মস্কো। নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিরা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। মস্কো বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পূর্বে ঘোষিত পদক্ষেপগুলো কার্যকর থাকবে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়। সে সময় মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একইসঙ্গে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াবে বলেও জানায়। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। ওই সময় যুক্তরাজ্যের ১০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। পরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও টেক জায়ান্ট মেটার প্রধান মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। শনিবার প্রথমবারের মতো নিষিদ্ধ আমেরিকানদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে, ‘আমরা জোর দিয়ে বলছি, ওয়াশিংটনের গৃহীত পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই বুমেরাং করেছে, তাদের প্রতি এমন তিরষ্কার অব্যাহত থাকবে।’ Share this:FacebookX Related posts: ভারতে করোনায় ২৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৪৪৭ জন যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প ভারতে একদিনে মৃত্যু ৬১০, শনাক্ত ২৪০১৫ যুক্তরাজ্যে শুরু হয়েছে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচী অডিও কল ফাঁস, কর্মকর্তাকে ভোট খুঁজে বের করতে বললেন ট্রাম্প ‘ভারত থেকে সব দেশে টিকা রফতানির অনুমতি রয়েছে’ বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়াল মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ২ করোনা টিকায় অসুস্থতার ঝুঁকি কমে ৮০ শতাংশেরও বেশি বাংলাদেশি নারীকর্মীদের পছন্দের শীর্ষে জর্ডান মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৭ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণে টুইট বার্তায় যা বললেন মমতা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৯৩৬ মার্কিনির ওপরবাইডেনসহরাশিয়ার নিষেধাজ্ঞা