ভারতে করোনায় ২৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ৭,৪৪৭ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ অনলাইন ডেস্ক : ভারতে শনিবার করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে। মোট আক্রান্ত হয়েছে ৭,৪৪৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় আরা জানায়, মোট আক্রান্তদের মধ্যে ৬৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে নতুন করে ৩৩ জন মারা গেছে। এদের ১৭ জন মধ্যপ্রদেশে, ১৩ জন মহারাষ্ট্রে, ২ জন গুজরাটে এবং ১ জন আসামে মারা গেছে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশী মোট ১১০ জন, মধ্যপ্রদেশে ৩৩ জন, গুজরাটে ১৯ জন এবং দিল্লীতে ১৩ জন মারা গেছে। পাঞ্জাবে ১১ জন, তামিলনাড়–তে ৮ জন, তেলেঙ্গানায় ৭ জন, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে ৬ জন কওে এবং পশ্চিমবঙ্গে ৫ জন মারা গেছে। জম্মু ও কাশ্মীর এবং উত্তর প্রদেশে ৪ জন করে ,হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছে। কেরালা, বিহার, হিমাচল প্রদেশ ,উড়িষ্যা, ঝাড়খন্ড ও আসামে দুইজন করে মারা গেছে। মোট আক্রান্ত ৭ হাজার ৪৪৭ জনের মধ্যে ৭১ জন বিদেশী। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২০৬ জন। Share this:FacebookX Related posts: ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৩৭৮, মৃত্যু ৪৮০ করোনায় ভয়াবহ অক্সিজেন সংকট ভারতে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু করোনায় বিশ্বে প্রাণ গেল এক লাখ ৩৪ হাজার ৬১৫ জনের ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২৩৯ জনের মৃত্যুআক্রান্ত ৭৪৪৭ জনকরোনায়ভারতে