মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাসহ নিহত ৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১ আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সীমান্তের সঙ্গে ভারতের মণিপুর রাজ্যে সন্ত্রাসী হামলায় এক কর্ণেল, তার স্ত্রী, পুত্র এবং আরও চার সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ওই হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী শনিবার সামনের একটি ক্যাম্পে গিয়েছিলেন। ফিরে আসার সময় তাদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে ওই কমান্ডিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই কর্মকর্তার স্ত্রী এবং ছেলেও রয়েছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সেনা সদস্যদের অন্য গাড়ি থেকে জওয়ানরা পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। হামলায় বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযান শুরু করেছে মিয়ানমার সেনা এবং আসাম রাইফেলস। মণিপুরের ‘পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর’ (পিএলএএম) অথবা মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা গোষ্ঠী এনএসসিএন (খাপলাং) এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের গাড়ি বহরে হামলা চালিয়েছিল নাগা গোষ্ঠী। ওই হামলায় তিন জওয়ান নিহত হন। Share this:FacebookX Related posts: গণহত্যার দায় এড়াতে পারে না মিয়ানমার- আইসিজে ট্রাম্পের উপস্থিতিতেও রণক্ষেত্র দিল্লি, নিহত ৭ সীমান্তে এবার মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন সীমান্তে ভারত-চীনের উত্তেজনা কমছেই না সীমান্তে সেনা মৃত্যুর পরেও চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহত মিয়ানমার নিয়ে ভারতের উদ্বেগ ভোটে ‘জালিয়াতির’ ঘটনায় এই পদক্ষেপ: মিয়ানমার সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধর্মঘটে অচল মিয়ানমার মিয়ানমার সেনাবাহিনীর সব অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো ফেসবুক বিশ্বব্যাপী ৪২ হাজারেরও বেশি প্রাণ গেলো করোনায় বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৭৭ লাখ ছাড়াল SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নিহত ৭ভারতীয় সেনাসহমিয়ানমারসন্ত্রাসী হামলায়সীমান্তে