যুক্তরাজ্যে শুরু হয়েছে অক্সফোর্ডের টিকাদান কর্মসূচী

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচী। ৮২ বছর বয়সী ব্রিয়ান পিংকারকে প্রথমে টিকা দেওয়ার মাধ্যমে সোমবার শুরু হয়েছে এই কোভিট টিকাদান।

ভ্যাকসিন নেওয়ার পর পিংকার জানান, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মী সবাই ভালো। আমি খুশি যে, এবার আমার স্ত্রী শার্লির সাথে ৪৮ তম বিবাহবার্ষিকী উদযাপন করতে পারব।

অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান নার্সিং অফিসার স্যাম ফস্টার যিনি পিংকারকে প্রথম ভ্যাকসিন দিয়েছেন তিনি বলেন, অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে প্রথম অক্সফোর্ড ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং রোগীর শরীরে প্রথম অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়া আমার জন্য অন্যতম একটা সুযোগ ছিলো।

তিনি আরো বলেন, আমরা আগামী সপ্তাহগুলোতে আরো অনেক রোগীদের টিকা দেব বলে আশা করছি। এতে করে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে।

বিবিসি জানায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৫৩ লাখ ডোজ টিকা প্রস্তুত রাখা হয়েছে। এরইমধ্যে হাসপাতালগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা