মাদারীপুরে কয়েদীদের জন্য দেয়া হলো কম্বল

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

মাদারীপুর প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে মাদারীপুর মডেল সদর থানায় কয়েদীদের জন্য কম্বল দেয়া হয়েছে।

মাদারীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলমের হাতে ১০টি কম্বল তুলে দেন সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। এসময় আরো ছিলেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আরাফাত হাসান, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর হোসেন অপু কাজী বলেন, কয়েকদিন ধরে মাদারীপুরে প্রচন্ড শীত পড়েছে। তাই কয়েদীদের জন্য বিশেষ করে নারী ও শিশু কয়েদীদের জন্য এই কম্বলগুলো দেয়া হয়েছে।