পুলিশের এএসআই-সোর্সের শা‌স্তির দাবি‌তে মানববন্ধন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলের শা‌স্তির দাবি‌তে মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী।

বৃহস্প‌তিবার দুপুরে উপজেলার রামশীল বাজা‌রে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়। মি‌ছিল শে‌ষে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রে স্থানীয় জনতা।

এ সময় বক্তারা ব‌লেন, নি‌খিল হত্যা ধামাচাপা দি‌তে তৎপর হ‌য়ে উ‌ঠে‌ছে এক‌টি বি‌শেষ মহল। অ‌বিলম্বে স‌ঠিক তদন্ত শেষে অপরাধী‌দের ক‌ঠোর শা‌স্তি ফাঁ‌সির দাবি জানাই।

গত ০২ জুন বিকেলে কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ ৪ জন তাস খেলছিল। ওই সময় কোটালীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক শামীম হাসান একজন ভ্যানচালক ও পুলিশের সোর্স মো. রেজাউলকে নিয়ে সেখানে হাজির হয়। পরে নিখিলকে আটক করে এএসআই শামীম তাকে মারধর করে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে দেয়। এর পরদিন ঢাকায় তার মৃত্যু হয়। গত ০৭ জুন মামলা হলে পরদিন আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।