ভারত-বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : “সুস্থ্য ধারার সংস্কৃতির বিকাশই আমাদের লক্ষ্য” এমন প্রতিপাদ্যে নওগাঁয় ভারত-বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক পরিষদের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে শহরের বাইপাস (রামভদ্রপুর) সড়ক সংলগ্ন সিগনেচার ব্যান্ডের কার্যালয়ে ভারত বাংলাদেশ মৈত্রী সাংস্কৃতিক পরিষদের নওগাঁ শাখা এক অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের নওগাঁ শাখার প্রধান উপদেষ্টা কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিষ কুমার ঘোষ।

সংগঠনের নওগাঁ শাখার সভাপতি রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (ডিজিজ কন্ট্রোল) আশিষ কুমার সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা (বুদু)।

অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

পরে অতিথিসহ নতুন কমিটির সদস্যদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও, অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে রহিদুল ইসলাম রাইপকে সভাপতি ও চন্দন কৃষ্ণ বর্মনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য নওগাঁ শাখার কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় আগত অতিথিবৃন্দসহ সংগঠনের নওগাঁ শাখার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনা করেন।