কিশোরগঞ্জে ২০০ গ্রামগাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াল এলাকা থেকে ২০০ গ্রামগাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশেরাগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত- ২২/০৩/২০২০ ইং তারিখ ২১.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। অরবুলা (৬০),স্বামী-মৃত সেকান্দার, সাং-দামপাড়া, ০২। মোঃ আলম (২৮),পিতা-মোঃ নুরুল হক, সাং- ভুবির চর, ০৩। মোঃ হৃদয়(২৫), সাং-ভুবিরচর, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জ’গণকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীগনের নিকট হতে ২০০(দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমানিক ৬০০০/-(ছয় হাজার) টাকা।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।