নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের নগরকান্দায় পুলিশের কাছে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দিলেন ইশ্বরদী গ্রামবাসী। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মো. সুমিনুর রহমান এর উপস্থিতিতে মঙ্গলবার বিকালে নগরকান্দা থানা চত্তরে গ্রামবাসী এ দেশীয় অস্ত্র জমা দেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের ইশ্বরদি গ্রামে দুই দলের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেনসহ পুলিশ টিম তৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এসময় পুলিশ এলাকা শান্ত রাখতে উভয় দলের মাতুব্বর ও স্থানীয় নেতাকর্মীদের থানায় ডাকেন। থানায় আসার পর উভয় দলের লোকজন মারামারি ও সংঘর্ষে করবে না মর্মে অঙ্গিকার করেন। এরপর উভয় দলের লোকজন ২১ টি ঢাল, ১০ টি কাতরা ও ৪০ টি সড়কী জমা দেন। এবিষয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান বলেন, ইশ্বরদি গ্রামে সকালে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা স্যারের দিক-নির্দেশনা অনুযায়ী উভয় দলের লোকজনকে থানায় ডেকে মতবিনিময় করা হয়। এসময় তারা সংঘর্ষ করবে না মর্মে অঙ্গিকার করেন। মতবিনিময় শেষে উভয় দলের লোকজন থানায় দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও সড়কি জমা দেয়। Share this:FacebookX Related posts: নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব নগরকান্দায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ নগরকান্দায় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত ৫ করোনায় প্রাণ হারালেন দুদক পরিচালক সিংগাইরে তাবলীগে আগত ৩ জন করোনা আক্রান্ত গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মুখাগ্নি করলেন ইউএনও করোনায় প্রাণ গেলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর ফুলে ফুলে বর্ণিল সাজে সেজেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গোপালগঞ্জ সদরে অভিযান চালিয়ে নকল কারাখানার সন্ধান, ৫ জনকে সাজা আড়াইহাজারে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কৃষিখাতে ৪ টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী ফরিদপুরে মানবতার সেবায় মাহাবুবুল হাসান পিংকু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গ্রামবাসীজমা দিলেনদেশীয় অস্ত্রনগরকান্দায়পুলিশের কাছে