নগরকান্দায় বাসের ধাক্কায় শিশু নিহত, আহত ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দার ঝাটুরদিয়া নামক স্থানে বাসের ধাক্কায় রাইফা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। এসময় মহিলাসহ আরো ৫ পথচারী আহতের খবর পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইফা পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের রবিউল ইসলামের মেয়ে বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাইফা তার মায়ের সাথে বিশ্বরোডের পাশে ঝাটুরদিয়া বাজারের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। সেখানে আরো কিছু লোকজন ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খান জাহান আলী পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে খুলনার দিকে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে দোকানের সামনে দাঁড়ানো লোকজনকে চাপা দিয়ে দ্রুত চালিয়ে যায়। এতে রাইফা ঘটনাস্থলেই মারা যায়। এসময় রাইফার মা সহ আরো ৪ ব্যাক্তি গুরুতর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনা ঘটার সাথে সাথে এলাকার উত্তেজিত জনতা বিশ্বরোডে অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাংচুর করে। ভাঙ্গা হাইওয়ে ও নগরকান্দা থানা পুলিশ প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি শিশু মারা গেছে। আরো ৪/৫ জন আহত হয়েছেন। ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। চালক ও বাসটিকে আটকের চেষ্টা চলছে। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়কে বাস চলাচল সাভাবিক করা হয়েছে। Share this:FacebookX Related posts: বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজি বাইক চালক নিহত হালুয়াঘাটের মহর আলী কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় নিহত সাভারে গাড়ি চালক ও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৫ নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব নগরকান্দায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ করোনায় প্রাণ হারালেন দুদক পরিচালক সিংগাইরে তাবলীগে আগত ৩ জন করোনা আক্রান্ত গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মুখাগ্নি করলেন ইউএনও করোনায় প্রাণ গেলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর গোপালগঞ্জ সদরে অভিযান চালিয়ে নকল কারাখানার সন্ধান, ৫ জনকে সাজা আড়াইহাজারে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আহত ৫নগরকান্দায়বাসের ধাক্কাযশিশু নিহত