করোনায় প্রাণ গেলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০ অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)। সোমবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। লায়লা আরজুমান বানু দুই মেয়ে, এক ছেলে ও ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন । ১৯৪৯ সালের ০৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তি জীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। Share this:FacebookX Related posts: নরসিংদীতে নতুন করে করোনায় আক্রান্ত ১৮ করোনায় আক্রান্ত হয়ে অতিরিক্ত সচিবের মৃত্যু করোনায় একদিনে আক্রান্ত আরও ১৮৬ জন পুলিশ করোনায় এবার প্রাণ গেল স্পেশাল ব্রাঞ্চের এসআই রাসেল বিশ্বাসের সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ কালীগঞ্জে করোনায় এসিল্যান্ডসহ ১৫ জন আক্রান্ত সোনারগাঁওয়ে করোনায় বিশেষ অবদানে ইউএনওকে সংবর্ধনা গোপালগঞ্জে করোনায় মৃত ব্যক্তির মুখাগ্নি করলেন ইউএনও করোনায় প্রতিরক্ষা সচিবের মৃত্যু কালীগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০ জন SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: করোনায়প্রাণ গেলোমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীরস্ত্রীর