গোপালগঞ্জ সদরে অভিযান চালিয়ে নকল কারাখানার সন্ধান, ৫ জনকে সাজা

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি নকল কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসন।মঙ্গলবার দুপুরে গোপান সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদরের গোলাবাড়িয়া নামক স্থানে অভিযান চালিয়ে জনি এ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড নামে এ কারখানারটির সন্ধান পায়।
এ কারখানায় বাজার থেকে নিম্নমানের খোলাবাজার থেকে বিভিন্ন মাল কিনে ঐ কোম্পানির নামে বাজারজাত করে আসছিল। সয়াবিন তেল, সরিষার তেল, সাবান, ডিটারজেন্ট, লবন, আটা, সুজি, চিনি, চা-পাতাসহ ৪৭টি পণ্য এ কারখানা নকল করে প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানাটিতে কর্মরত পাঁচজন কর্মচারিকে আটক করে ৩ মাস থেকে ১ বছর এর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলো- মো. ইমরান, মো: ফয়সাল শেখ, বাদল মোল্লা, মো: জিনারুল শেখ এবং শরিফ মুন্সী।

কারাখানার মালিককে কারখানায় উপস্থিত পাওয়া না যাওয়ার তাকে ফোনে হাজির হওয়ার জন্য বলা হয়। মালিক হাজির হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নির্বাহি ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান।