কৃষিখাতে ৪ টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দেশ এগিয়ে নিতে কৃষিখাতে ৪ টাকা সুদে ঋণ দিয়েছে বর্তমান সরকার শেখ হাসিনা। বাংলাদেশকে এগিয়ে নিতে কৃষি মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। মন্ত্রী আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার চাতুটিয়া গ্রামে বিনা সরিষা-৯ এর সাথে মৌচাষ, কৃষক সমাবেশ ও মাঠ দিবসের ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিনা উপকেন্দ্র জামালপুর এবং ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার ব্যবস্থাপনা বোর্ডের সদস্য সাবেক ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ। মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক মোকাজ্জল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, ধনবাড়ী প্রেসক্লাব সম্পাদক আনছার আলীসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শহিদুল্লাহ, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম জাহাঙ্গীর আলম, মাই টিভির সাংবাদিক হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল সরিষার জাত ‘বিনা সরিষা-৯’ সঙ্গে মৌচাষের আওয়তায় ধনবাড়ী উপজেলায় দুশ চাষীকে সরিষার চাষে আনা হয়েছে। Share this:FacebookX Related posts: কুমিল্লার কৃষকরা বাদাম চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন মেহেরপুরে কলমি শাক চাষ করে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে সিরাজদিখানে আলুক্ষেত পরিচর্যায় চাষিরা সিরাজদিখানে কিট নাশক বিষ ঢেলে ৬ একর আলু ক্ষেত নষ্ট কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে : কৃষিমন্ত্রী মির্জাপুরে ২২ হেক্টর জমির ধান পানির নিচে! পানি নিস্কাশনের অভাবে বোরো ধানের ক্ষতি বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: কৃষিমন্ত্রী মানিকগঞ্জ কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ SHARES Matched Content কৃষি বিষয়: ৪ টাকা সুদেঋণ দিয়েছেকৃষিখাতেকৃষিমন্ত্রীবর্তমান সরকার