মৎস্যজীবী লীগের সদস্যকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মৎস্যজীবী লীগের সদস্যসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অবঃ সার্জেন্ট নূরে আলম সিদ্দিকী মিল্টন ও তার দুই সহযোগী রাকিব এবং জীবন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূরে আলম সিদ্দিকী মিল্টন তার দুই সহযোগী রাকিব ও জীবনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাসুটিয়া গ্রামের রেল ব্রিজ এলাকায় কয়েকজন মুখোশধারী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে তাদের উপর হামলা করে। এতে মিল্টন ও রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় মুখোশধারীরা মিল্টনকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায়, হাতে ও দুই পায়ে গুরুতর জখম করে। জীবন ও রাকিবকেও পিটিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মিল্টনের পরিস্থিতির অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।