রাঙামাটির সঙ্গে ৬ উপজেলার লঞ্চ যোগাযোগ বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কমে চর জেগে উঠায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন ছয় উপজেলার তিন লাখ মানুষ। এদিকে, সুবলং পয়েন্ট এখনও খোলা থাকায় লংগদু উপজেলা সদর থেকে অনেকটা আগে কাঠলি বিল পর্যন্ত লঞ্চ যাচ্ছে। যা কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার শংঙ্কা রয়েছে। বাকি পাঁচ উপজেলায় পুরোপুরি ভাবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু প্রতি বছরই শুষ্ক মৌসুম এলেই হ্রদের এসব চর খননের কথা বলা হলেও আদতে বিষয়টি এখনো পড়ে রয়েছে মন্ত্রণালয়ের ফাইলে। ছয় উপজেলার সঙ্গে নৌ-যোগাযোগের রিজার্ভ বাজারস্থ জেটি ঘাটটি বর্তমানে অবসর সময় পার করছে। চলছে জেটির সংস্কার ও সাজসজ্জার কাজ। ঘাট থেকে পানি শুকিয়ে বেশ খানিকটা দুরে চলে গেছে। বর্তমানে ঘাটের আশপাশের চরটি এলাকার কিশোরদের খেলাধুলা করার জায়গা। আর কিছুটা দূরে যাত্রী চলাচল ও মালবোঝাই বোট দাঁড়িয়ে আছে চরের গাঁ ঘেঁষে। যা দিন দিন ঘাট থেকে দূরে চলে যাচ্ছে। এখন বাঘাইছড়ি থেকে রাঙামাটি শহরে আসতে হলে বাঘাইছড়ি থেকে দূরছড়ি, মাইনি, লংগদু কাট্টলি বিল এসে লঞ্চযোগে বা মাইনি থেকে স্পিডবোট অথবা খাগড়াছড়ির দীঘিনালা ও খাগড়াছড়ি সদর হয়ে রাঙামাটি আসতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। আবার কেউ অসুস্থ হলে তাকে নির্ধিদায় নিয়ে যেতে হয় খাগড়াছড়ি সদরে। অনাবৃষ্টি, খরা, তলদেশ ভরাটসহ পানির স্তর অস্বাভাবিক হারে হ্রাস পেয়ে কাপ্তাই হ্রদ এখন প্রায় জীর্ণশীর্ণ জলাশয়ে রুপ নিয়েছে। নৌযান চলাচলের পথে ডুবোচর জেগে উঠায় অসংখ্য ইউনিয়নে সকল প্রকার নৌযান চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। চর জেগে উঠায় পাঁচ উপজেলা সদর বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়িতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সুবলং পয়েন্টে চর জেগে কয়েকদিনের মধ্যে বন্ধ হলে লংগদু উপজেলায়ও বন্ধ হয়ে যাবে লঞ্চ চলাচল। বর্তমানেও লংগদু উপজেলা সদর থেকে বেশ খানিকটা আগে কাঠলি বিল পর্যন্ত যাচ্ছে লঞ্চ। ফলে পানি পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় রাঙামাটি পার্বত্য জেলার প্রায় তিন লাখ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব এলাকার মানুষ যেমন করে খাদ্য সামগ্রী নিতে দুর্ভোগের শিকার হচ্ছেন, তেমনই সেসব উপজেলা থেকে আনারস, কাঠাল, আমের মতো মৌসুমী ফল বাজারে আনতে নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে চাষিদের। কোন কোন ক্ষেত্রে খরচ তুলতে না পাড়ায় মৌসুমী ফল বাজারেই আনেন না চাষিরা। ভুক্তভোগী আব্দুল আলিম সজিব বলেন, বাঘাইছড়ি থেকে রাঙামাটি শহরে এসেছি দীঘিনালা, খাগড়াছড়ি সদর হয়ে। কারণ রাঙামাটির সঙ্গে বাঘাইছড়ি নৌ-যোগাযোগ বন্ধ বললেই চলে। নৌ-পথে আসতে হলে এখন নানা মাধ্যমে লংগদু কাঠলি বিল পর্যন্ত এসে লঞ্চ বা মাইনি থেকে স্পিডবোট বা কাঠের বোটে করে আসতে হবে। যা অনেক সময় সাপেক্ষ এবং দুর্ভোগের পথ। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে রোগীদের নিতে বেশ ভালো ভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাঘাইছড়িবাসীকে। এখন আমাদের ভরসা খাগড়াছড়ি সদর হাসপাতাল। এ সময় কর্তৃপক্ষের কাছে হ্রদ খনন করার দাবি জানান তিনি। জুরাছড়ির বাসিন্দা সুমন্ত চাকমা বলেন, জুরাছড়িতে লঞ্চ যোগাযোগ বন্ধ; কাঠের বোটই এখন ভরসা। আবার কয়েক ইউনিয়নে তো বোট বা নৌকা চলাচল বন্ধ। প্রচুর দুর্ভোগে আছি আমরা, বিশেষ করে কৃষকরা। আমাদের খাদ্য সামগ্রী নিতে যেমন কষ্ট হচ্ছে; তেমনই মৌসুমী ফল বাজারে আনতে পারছিনা। রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, আগে এমনটা হতো না। ১২ মাসই লঞ্চ চলাচল করতো। বেশ কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে আমরা লঞ্চ চলাচল করতে পারছি না। আর লঞ্চ চলাচল করতে না পাড়ার সময়টা প্রতি বছর দীর্ঘ হচ্ছে। এখন বছরে অনেক উপজেলায় ছয় মাস লঞ্চ চলাচল করতে কষ্ট হচ্ছে। এতে লঞ্চ শ্রমিকরাও বেকার হয়ে পড়ছে। এখন শুধু কাঠলি বিল পর্যন্ত লঞ্চ যাচ্ছে; যা কয়েকদিনের মধ্যে সুবলং পয়েন্টে চর উঠলে বন্ধ হয়ে যাবে। প্রতি বছরই আমরা কাপ্তাই হ্রদ খনন কাজ শুরু করার প্রদক্ষেপ গ্রহণের কথা শুনি। কিন্তু কার্যত তা হচ্ছেই না। হ্রদ খনন না হলে প্রতি বছর এই দুর্ভোগের মাত্রা বাড়বে। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদ খননের জন্য একটি নিদের্শনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্ত এ বিষয়ে এখনও আমার কাছে কোন তথ্য নেই। Share this:FacebookX Related posts: পটিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক-২ পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন আম্পানের প্রভাবে হাতিয়ায় ২৬ গ্রাম প্লাবিত কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে নিহত ৭ নবীনগরের তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান দীঘিনালায় ট্রাক্টর চাপায়শিক্ষার্থী নিহত ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত বিপর্যস্ত রায়পুর-আলোনিয়া সড়ক, চরম ভোগান্তি ‘আমাদের গ্রামে কল আছে পানি নেই’ খাগড়াছড়িতে সেনা অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ ট্রেনে কাটা পড়ে নিহত-২ মহসিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৬ উপজেলাররাঙামাটির সঙ্গেলঞ্চ যোগাযোগ বন্ধ