গ্যাস সিলিন্ডার নিয়ে কাড়াকাড়ি শ্রীলঙ্কায় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক সংকটে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে দেশটির সাধারণ মানুষ। তারা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি শ্রীলঙ্কার অর্থনীতি। দেশটিতে রাজনৈতিক গোলযোগের মধ্যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। রাজধানী কলম্বোর আর্মার স্ট্রিটে রোববার (৮ মে) সন্ধ্যায় একটি গ্যাস সিলিন্ডার বিতরণ ট্রাক থেকে রান্নার গ্যাসের বেশ কয়েকটি সিলিন্ডার সরিয়ে নেয় স্থানীয় লোকজন। এতে বেধে যায় হট্টগোল। শুরু হয় গ্যাস সিলিন্ডার নিয়ে কাড়াকাড়ি। স্থানীয়রা বলছেন, গত শুক্রবার থেকে আর্মার স্ট্রিটে গ্যাস সিলিন্ডার বিতরণকারী ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন শত শত গ্রাহক। শনিবার, তারা রাস্তাজুড়ে খালি গ্যাস সিলিন্ডার রেখে পাঁচিকাওয়াত্তে জংশন থেকে আর্মার স্ট্রিট মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু রোববার পর্যন্তও অনেকে গ্যাস পাননি। এতে দেখা দেয় বিশৃঙ্খলা। যদিও গ্যাস সেল পয়েন্টে তিনজন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, সেদিন শুধু ২৫০টি টোকেন ইস্যু করা হয়, যেখানে গ্রাহক সংখ্যা ছিল হাজারের বেশি। দুপুর ২টা নাগাদ একটি ট্রাক আসে এবং লরির হেলপার যাদের টোকেন ছিল তাদের গ্যাস সিলিন্ডার দিতে শুরু করে। গ্যাস কিনতে পারবেন না বুঝতে পেরে অনেকেই অস্থির হয়ে পড়েন এবং তারা ট্রাকে উঠে কাড়াকাড়ি শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও ৭০টি গ্যাস সিলিন্ডার উধাও হয়ে যায়। দেশটির এমন সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। সম্প্রতি সাধারণ মানুষের তোপের মুখে একসঙ্গে পদত্যাগ করেন ২৬ মন্ত্রী। শুধু পদত্যাগ করেননি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই ও বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে মন্ত্রী পরিষদ ভেঙে জাতীয় ঐক্য সরকারের ডাক দেন প্রেসিডেন্ট গোতাবায়া। এরপর ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করেন তিনি। সম্প্রতি নতুন করে ঐক্য সরকার গঠনে নিজের ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করতে চান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, এমন খবরও চাওড় হয়েছে। আইল্যান্ড ডট আইকে। Share this:FacebookX Related posts: অবশেষে ২০ দিন পর জনসম্মুখে কিম বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে : জাতিসংঘ আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫ তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, সতর্ক করল চীন গর্ভধারণ ঠেকাতে স্কুলে বিনামূল্যে কনডম দেবে মার্কিন এক রাজ্য ভিয়েতনামে বন্যা ভূমিধসে মৃত ১০৫ ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান জাভা সাগরে বিধ্বস্ত; সব যাত্রী নিহত সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের অবস্থান শনাক্ত কাতারের পর তুরস্কের সঙ্গে বিরোধ মেটাতে চায় আমিরাত অভিসংশনের প্রস্তাব পুরোটাই হাস্যকর: ট্রাম্প সংক্রমণ বাড়ায় চীনের ৪ শহর ফের লকডাউনে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত বেড়ে ৩৫ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কাড়াকাড়িগ্যাস সিলিন্ডার নিয়েশ্রীলঙ্কায়