অবশেষে ২০ দিন পর জনসম্মুখে কিম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মে ২, ২০২০ অনলাইন ডেস্ক : সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। তাকে নিয়ে মুত্যুর গুঞ্জন শুরু হওয়ার ২০ দিন পর গত শুক্রবার প্রথমবার দেখা গেল তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দাবি করেছে- গত শুক্রবার কিম জং-উন ফিতা কেটে দেশটির একটি সার কারখানার উদ্বোধন করেন। এ সময় তার বোন কিম ইয়ো জং সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। উনের ফিতা কাটার একটি ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এই খবর স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সর্বশেষ ১২ এপ্রিল জনসম্মুখে দেখা গিয়েছিল কিম জং-উনকে। এরপর থেকে শারীরিক অসুস্থতায় তিনি আর জনসম্মুখে আসেননি। এমনকি তার দাদা কিম সুং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই নেতা। অথচ এ দিবসটিকে দেশটির অন্যতম জাতীয় উৎসব হিসেবে মনে করা হয়। আর এরপরই কিম জং উন মারা গেছেন বলে ‘খবর’ ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিম জং-উনের ‘মৃতদেহের’ ছবিও ভাইরাল হয়। Share this:FacebookX Related posts: অবশেষে খুলছে তাজমহল দুর্গম এই দ্বীপরাষ্ট্রেও অবশেষে করোনার হানা মালিতে জাতিগত সংঘাতে একরাতে নিহত ৪০ করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়াল আড়াই লাখ মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে জীবাণুনাশক গেট স্থাপন মালয়েশিয়া ত্যাগ করলেন ১৫৪ বাংলাদেশি অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার ২৪৪ যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ স্পেনে কারফিউ-জরুরি অবস্থা জারি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ২০ দিন পরঅবশেষেজনসম্মুখে কিম