ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমান জাভা সাগরে বিধ্বস্ত; সব যাত্রী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৬২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানে থাকা সকল যাত্রীই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি দাবি করেছে, জাকার্তার উত্তর পশ্চিমের সমুদ্রে বিমানের টুকরো পাওয়া গেছে। কর্মকর্তাদের বিশ্বাস সেগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সিরিউয়িজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমানতান প্রদেশের পন্তিয়ানাক-এ যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। ফ্লাইট তদারকি ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪.কম জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে বিমানটি তিন হাজার মিটার উচ্চতা হারায়। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় দুইটা ৪০ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়। ভারী বৃষ্টির মধে উড্ডয়নের চার মিনিটের মাথায় ২৬ বছরের পুরনো বিমানটি হারিয়ে যায়। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, হাজার দ্বীপ নামে পরিচিত একটি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এরপরই ওই এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। বিমানটি গত কয়েক বছরে দুটি বড় বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকা ৭৩৭ ম্যাক্স মডেলের নয়। এর মধ্যে একটি ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ফ্লাইট সাগরে বিধ্বস্ত হয়ে ১৮৯ জন নিহত হয়। Share this:FacebookX Related posts: সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের অবস্থান শনাক্ত বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু মহামারির ‘গতি বাড়ছে’ মাত্র ১৫ মিনিটেই হবে করোনা শনাক্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন জেরুজালেমে দূতাবাস খুলছে কসোভো-সার্বিয়া বাংলাদেশের বিজয়ের খবর ফলাও প্রচার পায় মার্কিন গণমাধ্যমে মমতার দলে পদত্যাগের হিড়িক নেপথ্যে লোভ না কর্তৃত্ব সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জোরদার হচ্ছে ছাত্র-শিক্ষক আন্দোলন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইন্দোনেশিয়ারজাভা সাগরে বিধ্বস্তনিখোঁজ বিমানসব যাত্রী নিহত