মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটবৃন্দের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার মির্জাপুর ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে এসে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোঃ আকবর হোসেন এবং কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী, সভাপতি মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন (এমইসিএ) ও অভ্যাগত অতিথিবৃন্দ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পরে প্রধান অতিথি এমইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী ক্যাডেট ও সাবেক ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দেন। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধাভরে স¥রণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানান ত্রিশ লাখ শহীদদের- যাদের অসামান্য অবদানে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তিনি বর্তমান ও সাবেক ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এরপর তিনি ক্যাডেটবৃন্দ দ্বারা বর্ণাঢ্য চিত্র প্রদর্শনী ও বিজ্ঞান মেলার আয়োজনের শুভ সুচনা করেন। পরে প্রধান অতিথি ও সাবেক ক্যাডেটবৃন্দ পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে কলেজের শহীদ মিনার এলাকায় বৃক্ষরোপন করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিন দিন ব্যাপী মির্জাপুর ক্যাডেট কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শুরু হয়। প্রতি চার বছর পর পর পুনর্মিলনীর আয়োজন করা হয়ে থাকে। এতে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন এক অনাবিল আনন্দের সাথে দৃঢ়তর হয় এবং পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও সংবেদনশীলতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই পুনর্মিলনীতে। আগামীকাল পর্যন্ত এই পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হবে। (বাসস) Share this:FacebookX Related posts: বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৮৩ জন সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ কালিয়াকৈরে গরুবাহী ট্রাক পানিতে, ১৩টি গরুর মৃত্যু মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ মামলা মাদকাসক্তি চিকিৎসা সেবার মানউন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন বেডের অভাবে আইসিইউ ওয়ার্ড এখন টিকা কেন্দ্র SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিতক্যাডেট কলেজমির্জাপুরসাবেক ক্যাডেটবৃন্দ