ফরিদপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতি কম

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষনার দ্বিতীয় দিনে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে সগড়ে যানবাহন ও মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে।

তথাপিও পুলিশ ব্যাস্ত এলাকার মোড়ে মোড়ে অবস্থান করছে। লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে তারা। অন্যান্য বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো তিন জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১৮৪জন, যা মোট পরীক্ষার ৪৮.৯৩ শতাংশ।