হালুয়াঘাট বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ৮, ২০২২ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট ঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এ কারণে কদর বেড়েছে সরিষা তেলের। শনিবার (৭মে) পাঠাগার সড়কের কাঁচা বাজারের দোকান, মেছুয়া বাজার, মধ্য বাজার, উত্তর বাজারসহ অধিকাংশ বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল নেই। সয়াবিন তেলের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় হলেও পাচ্ছেন না তেল। খুচরায় কিছু কিছু বিক্রেতা লুকিয়ে বেশি দামে ২২০ টাকা লিটারে বিক্রি করছেন। রান্নার নিত্য অনুষঙ্গ এই তেল না পেয়ে হতাশ ক্রেতারা। হালুয়াঘাটের পাইকারি সয়াবিন তেল বিক্রেতাদের দাবি, রমজানের শুরু থেকেই এবার খোলা পাম এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বর্তমানে কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না। সয়াবিন তেল না থাকায় এখন সরিষার তেল বিক্রি করতে হচ্ছে। তবে সরিষার তেল খাওয়ার অভ্যাস না থাকায় ক্রেতারা পড়েছেন বিপাকে। পাঠাগার সড়কের মুদি ব্যবসায়ী আনিসুজ্জামান জানান, সারা বাজার জুড়ে বোতল জাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা তেল অল্প পরিমানে পাওয়া যায়। ফলে ক্রেতা সাধারণ বিপাকে পড়েছেন। প্রায় তিন মাস যাবত কোন কোম্পানী বোতলজাত সয়াবিন তেল বাজারজাত না করায় এই সংকট স্মৃষ্টি হয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা জানান, রমজানের শুরু থেকে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনও ব্যবসায়ী সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ হালুয়াঘাটে ছেলের হাতে মা খুন হালুয়াঘাটে নবজাতকের লাশ উদ্ধার হালুয়াঘাটে কড়ইতলী পিকনিক স্পট পর্যটন শিল্পের অপার সম্ভাবনা হালুয়াঘাটে কেন্দ্রীয় শ্মশানের রাস্তা পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন হালুয়াঘাট থানায় ওসি মোহাম্মদ আলী মাহ্ মুদ’র যোগদান ময়মনসিংহের ফুলপুরে প্রথম করোনায় আক্রান্ত এক জন হালুয়াঘাট কৃষি অফিসের ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত,অফিস লকডাউন হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা হালুয়াঘাটে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: পাওয়া যাচ্ছে নাবাজারেবাজারে পাওয়া যাচ্ছে নাময়মনসিংহেরসয়াবিন তেলহালুয়াঘাট