গোয়ালন্দ থেকে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দায় অজ্ঞাত পরিচয়ধারী (৭০) এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার সকালে গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ওই কলেজের বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ভিক্ষে করা বেশকিছু টাকা ঠিকঠাক অবস্থায় পাওয়া যায়।

কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, সন্ধ্যার পর হতে এ এলাকায় মাদক সেবিদের ব্যাপক আড্ডা জমে। দূরদূরান্ত হতে অনেকে মোটর সাইকেল নিয়ে এ এলাকায় এসে আড্ডায় লিপ্ত হয়। চলে গভীর রাত পর্যন্ত। তবে মাদক সেবিদের কেউ এ হত্যাকান্ড ঘটিয়েছে নাকি সে পূর্ববর্তী কোন শত্রুতার শিকার হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারনা নেই।

জয়নাল আহমেদ নামের এক যুবক সহ কয়েকজন বলেন, আমরা সকাল সারে ৯ টার দিকে পাশ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন।এ সময় স্হানীয় কয়েকজন ছোট বাচ্চা দৌড়ে এসে তাদেরকে এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় বৃদ্ধের লাশ পড়ে থাকার কথা জানায়।আমরা তৎক্ষনাৎ সেখানে গিয়ে লাশের বিভৎস অবস্থা দেখে ভয় পেয়ে যাই।

এ সময় কিছু বুঝে উঠতে না পেরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনা জানান।এর কিছুক্ষন পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরাও পুলিশের সাথে সাথে হাসপাতালে যাই।

তারা বলেন, প্রায় ১ মাস ধরে এই বৃদ্ধ ওই কলেজের বারান্দায় থাকেন। ওখানেই রাতে ঘুমান।যে যা দেয় তাই খান। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শারিরীকভাবেও একেবারে দূর্বল ছিলেন। তারমতো একজন বৃদ্ধকে এভাবে নির্মমভাবে কুপিয়ে কে বা কারা কেনইবা হত্যা করবে তা আমাদের বোধগম্য হচ্ছে না।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মো. শরিফ জানান, মৃত বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের ৩ টি গভীর আঘাত রয়েছে। এ রকম একজন দুর্বল বৃদ্ধকে এভাবে হত্যা করা খুবই নির্মমতার কাজ বলে তিনি জানান।

তিনি আরো জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন।