আত্রাইয়ে যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার যুবলীগের উদ্যোগে দুই শত অসহায় পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ রাফিউল ইসলাম রাফি’র অর্থায়নে স্টেশন ও পার্শবতী এলাকার প্রায় ২০০জন অসহায় পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করা হয়।

আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ রাফিউল ইসলাম রাফি, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও জননেতা ইসরাফিল আলম এর নির্দেশে করোনা মোকাবেলায় আত্রাই উপজেলা যুবলীগ মানবতার পাশে আছে, ভবিষ্যতেও থাকবে, আমাদের এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম, ভোপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন টুকু, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এনামুল হক চঞ্চল ও ছায়াপথ শিশু বিদ্যানিকেতন এর উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চুসহ অনেকে।