বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার হানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনার হানা। স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন করোনায়। এ কারনে ব্যহত হচ্ছে স্বাস্থ্যসেবা। উপজেলার স্বাস্থ্য সেবাদানকারীদের করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলার সাধারন মানুষও রয়েছে আতংকে। উপজেলার সারে চার লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। করোনার প্রর্দুভাব শুরু হওয়ার পড় থেকেই এ উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিন রাত নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। করোনার মতন সংক্রামন ব্যাধি রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্স ও মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা। এসকল সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীরা আক্রান্ত হওয়ার কারনে স্বাস্থ্যকমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকসহ কর্মীদের সেবা দিতে হচ্ছে অতিরিক্ত সময়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নাঈমুজ্জামান খান, ডা. মো. মহসিন বিশ্বাস,সিনিয়র স্টাফ নার্স আকলিমা বেগম, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মো. আনোয়ার হোসেন মঞ্জু, সিএইচসিপি (কাছিপাড়া সিসি) মো. মামুন, স্বাস্থ্য সহকারী (দাসপাড়া) মো, মাসুম বিল্লাহ্, হারবাল সহকারী মো, সফিকুল ইসলাম সবুজ, অফিস সহায়ক (এমএলএসএস) মো. নান্নু, আবাসিক চিকিৎসক মাহিন বিন কাসেম । নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্যকমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করেনা সুরক্ষায় প্রয়োজনীয় উপকরনের অভাবের কারনে আক্রান্ত হচ্ছে একের পড় এক চিকিৎসকসহ সংশ্লিষ্টগন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আখতারুজ্জান বলেন, স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তাসহ বেশ কয়েকজন চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা করোনায় আক্রান্ত হওয়ার কারনে হাসপাতালে আসা রোগীদের সেবা দিতে ব্যহত হচ্ছে না তবে, কর্তব্যরত চিকিৎসকদের উপর চাপ খুব বেশি পড়ছে। বাউফলে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৬১ জন। মারা গেছেন ৭ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩৭ জন। আজ সোমবার (৬জুলাই) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে। Share this:FacebookX Related posts: বাউফলে মেছো বাঘ আটক নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনার হানাবাউফলস্বাস্থ্য কমপ্লেক্সে