হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে) পৌরশহরের কাচারি রোড় সমিতির কার্যালয়ে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আবদুর রশিদ।

এ সময় নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মোঃ নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বাচ্চুসহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভুইঁয়া, দপ্তর সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক মো. তাজিকুল ইসলাম, এছাড়াও সম্মানিত সদস্য মো. মফিজুল ইসলাম বেগ, মো. মনিরুজ্জামান মানিক, শেখ সাদির শপথ বাক্য পাঠ করেন।

এ সময়, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সহকারি নির্বাচন কমিশনার প্রভাষক সুলতান আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, গত শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭টি পদের বিপরিতে ২০জন প্রতিদন্ধী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। শান্তিপূর্ণ পরিবেশে ১১৬৬ জন ভোটারের মধ্যে ১০৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বিরতিহীন ভাবে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তার ধারাবাহিকতায় নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন সম্পন্ন করা হয়। উক্ত কার্যকরী পরিষদ আগামী তিন বছর দ্বায়িত্ব পালন করবেন।