টিকা নেওয়ার পরও ভেদরগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দুই ডোজ টিকা নেওয়ার পরও শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১০ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. হাসান ইবনে আমিন করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ইউএনও তানভীর আল নাসীফের শরীরে অসুস্থতা দেখা দেয়।

পরে বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এ ব্যাপারে ইউএনও তানভীর আল নাসীফ মুঠোফোনে বলেন, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।