কুষ্টিয়ায় দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া দৌলতপুর থানার প্রতারণা করে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দৌলতপুর থানায় করা মামলায় ৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালত সাজাপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হলেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল গ্রামের বাসিন্দা মৃত আজগার আলীর ছেলে বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়াতে ব্যাংক পরিদর্শক পদে চাকরিরত (বর্তমান বরখাস্ত) হাফিজুর রহমান (৫৬)। আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি সময়কালে বাংলাদেশ কৃষি ব্যাংক দৌলতপুর উপজেলার ডাংমরকা শাখায় কর্মরত থাকাবস্থায় ভুয়া নাম ঠিকানার ব্যক্তির নামে ঋণ ফাইল তৈরি করে তা অনুমোদন করে ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং পরবর্তীতে কিস্তি আদায়সহ আদায়কৃত ব্যাংকের টাকা নির্ধারিত হিসেবের অনুকুলে জমা না দিয়ে তা আত্মসাত করেন ব্যাংক পরিদর্শক হাফিজুর। এমন অভিযোগ পেয়ে ২০১৬ সালের ২২ নভেম্বর সমন্বিত দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়া কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৪ জুন আসামির বিরুদ্ধে আনা অভিযোগে প্রায় সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক সত্যতার ভিত্তিতে ৪০৯/৪৭৭(ক) পেনাল কোড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশিট দেন দুদকের ওই কর্মকর্তা। জেলা ও দায়রা জজ বিশেষ আদালতে সমন্বিত দুর্নীতি দমন কমিশন দুদক কুষ্টিয়ার কৌশুলী অ্যাডভোকেট আল-মুজাহিদ হোসেন মিঠু জানান, আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামির বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিনটি ধারায় যথাক্রমে ৫ বছর, ৩ বছর এবং ৫ বছর করে বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। উল্লেখ্য আসামির বিরুদ্ধে ধার্যকৃত সাজা একযোগে প্রযোজ্য হবে। Share this:FacebookX Related posts: কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় শিশু অপহরণ মামলায় নারীর যাবজ্জীবন কোটচাঁদপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত খুলনায় মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড স্কুলছাত্র বাপ্পী হত্যায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন মুক্তিপন নিয়েও শিশুকে হত্যা, ৩ আসামির যাবজ্জীবন কুষ্টিয়ায় সড়কে ঝড়ল শ্রমিকের প্রাণ খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে অনিয়ম-কারচুপির অভিযোগে সিইসির বিরুদ্ধে ৩ মামলা খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় ২ আসামির ফাঁসি সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা, ৭ জনের জামিন SHARES Matched Content আইন আদালত বিষয়: কুষ্টিয়ায়দুদকের মামলায়ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড