নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন নৌকার মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২১ এম.এ খালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য এবং ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন র্বোড থেকে নৌকার মনোনয়ন পেয়ে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে আগমন উপলক্ষে গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন এবং তার সমর্থক গোষ্ঠির উদ্যোগে মোটরসাইকেল শুভাযাত্রাসহ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বুধবার (১৩ অক্টোবর) অপরাহ্নে উপজেলার সরচাপুর নামক স্থান থেকে এই মোটর সাইকেল শুভাযাত্র শুরু করে গাজিরভিটা ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এর পুর্বে উপজেলায় আগমন করে মোঃ আব্দুল মান্নান প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন স্যারের কচুন্দরার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিনী মমতা আরেং এর কাছ থেকে দোয়া ও আশির্বাদ নিয়ে নির্বাচনী এলাকা গাজিরভিটায় প্রবেশ করেন। এ সময় উৎসুক নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে ফুল ছিটিয়ে মোঃ আব্দুল মান্নানকে বরণ করেন। সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান,গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাহতাব আলী প্রমূখ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আসন্ন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান সেই সাথে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নৌকা মার্কার শতভাগ বিজয় হবে বলে আশাবাদী। Share this:FacebookX Related posts: ফুলপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শশধর সেনের মতবিনিময় নিরাপদ সড়কের দাবিতে গৌরীপুরে মানববন্ধন-বিক্ষোভ হালুয়াঘাটে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাইকিং ভালুকায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার গৌরীপুরে শিক্ষকের নির্যাতনে হাসপাতালে স্ত্রী গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ গৌরীপুরের কৃতি সন্তান রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীর ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত গৌরীপুরে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ হালুয়াঘাটে মহান বিজয় দিবস পালিত ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ঈশ্বরগঞ্জে ভূমি অফিস সহকারীকে কুপিয়ে জখম SHARES Matched Content দেশের খবর বিষয়: আব্দুলনেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন নৌকার মনোনীতপ্রার্থীমান্নান