গ্রাহকদের দেনা পরিশোধে সময় পেল ইভ্যালি প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ অনলাইন ডেস্ক::গ্রাহকদের দেনা পরিশোধসহ সার্বিক তথ্য দেয়ার জন্য অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (১১ আগস্ট) বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইভ্যালি দেনা কীভাবে পূরণ করবে, কাস্টমারের দেনা কীভাবে পরিশোধ করবে সেটির বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছিলাম। সে বিষয়ে ১ আগস্ট তাদের চিঠি রিসিভ করেছি। তাদের তথ্য তৈরি করতে ছয় মাস সময় লাগবে বলে আমাদের জানিয়েছে। তারা বলেছে, এক হাজার কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে। এর মধ্যে ২০০ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। তাদের দাবি অনুযায়ী ছয় মাসের মধ্যে নিয়মিত তারা পণ্য ডেলিভারি দেবে। তারা ১৫ দিন অন্তর তথ্য জানাবে। তবে তারা বলছে, ছয় মাসের মধ্যে থার্ড পার্টি দিয়ে অডিট করে রিপোর্ট দেবে। কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, আমরা চিঠি দিয়েছিলাম ১৯ জুলাই। তারপর তারা ৩১ তারিখ জবাব দিয়ে চিঠি দিয়েছে, সেখানে ১২ দিন সময় চলে গেছে। এখন এ মাসে আরও ১১ দিন গেছে। সব বিবেচনা করে তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে। সময় সংবাদ/ডি,এন Share this:FacebookX Related posts: ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার ভৈরবে ১৪৮০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ডিএমপির ৫ থানার ওসিসহ ১৬ পরিদর্শকের বদলি মাদারীপুরের রাজৈর থানার ওসি ক্লোজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে: শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা শ্রীপুরে মরা গরুর গোশত বিক্রির অপরাধে কসাইকে এক মাসের কারাদণ্ড! ধামরাইয়ে ১১ ইট ভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ পাওয়ার টিলারের লাঙ্গলে কাটাপড়ে যুবকের মৃত্যু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ইভ্যালিগ্রাহকদেরদেনাপরিশোধেপেলসময়