সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ স্টাফ রিপোর্টার : গেন্ডারিয়া থানায় সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি অনাকাঙ্খিত ঘটনার সাথে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সাময়িক বহিস্কার করা হলো। ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার নুরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার রিপোর্টার পাপন আহত হন। আহত এই তিন সাংবাদিকের বিরুদ্ধে গত রোববার রাতে গেন্ডারিয়া থানায় তাদের নামেই উল্টো সাধারণ ডায়েরি (জিডি) করেন গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক এই সভাপতি। জিডিতে আহত সাংবাদিকদের বিএনপি-জামায়াত বলেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। জানা যায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে দিকে গেন্ডারিয়া থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসা ভোটকেন্দ্রে অবস্থান করেন এইসব সাংবাদিকরা। তাদের সামনেই দুইজন স্থানীয় ভোটার বলছিলেন, আমরা নৌকার সমর্থক এবং নৌকা মার্কায় ভোট দিতে চাই। তবে কেন্দ্রে অস্ত্রসহ দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা রিয়াদ তাদের উদ্দেশ্যে বলেন, নৌকায় ভোট হয়ে গেছে, চলে যান। ভুক্তভোগী সাংবাদিকরা ওই ভোটারের বক্তব্য নেয়ার সময় হামলা করা হয়। জামার গলার ধরে টানাহেচড়া এবং ভোট পরিদর্শন কার্ড ছিড়ে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে রিয়াদ তার সহযোগীদের দিয়ে জোরপূর্বক আটকিয়ে রেখে সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রায় ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে। Share this:FacebookX Related posts: আগাম জামিন পেলেন প্রথম আলো’র সম্পাদক দুই সাংবাদিককে মারধর করা সেই এএসআই মামুন হোসন প্রত্যাহার সাংবাদিক সুমনের ওপর হামলা, আটক ১ সাংবাদিক দীপু হাসান আর নেই অবজারভারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন সাংবাদিক আরিফুলের মৃত বাবাকেও সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত না.গঞ্জে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশ-বিলি বন্ধ করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় তালা দিলেন এলাকাবাসী গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে পিপিই মাক্স বিতরণ সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারসাংবাদিকদের বিরুদ্ধে জিডি করায়