রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মীর নাম খালেদা বেগম (৪৫)।
বুধবার (৬ জানুয়ারি) সকালে আদাবর শেখেরটেক এলাকার ডা. মিজানুল হাসানের বাড়ির বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খালেদা গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার মৃত খাদেম হোসেনের মেয়ে। গত এক বছর ধরে তিনি ডা. মিজানুল হাসানের বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন।

আদাবর থানার অফিসার্স ইনচার্স (ওসি) শরিফুজ্জামন বলেন, গৃহকর্তা আমাদের বলেন, খালেদা বেগমের ছেলে মাদক মামলায় জেলে আছে। তার স্বামীর সঙ্গে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। এসবসহ নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণে খালেদা আত্মহত্যা করতে পারে।

তিনি আরও জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।