ধামরাইয়ে ১১ ইট ভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : পরিবেশ দূষণের দায়ে ঢাকার ধামরাইয়ে দুই ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন ইটভাটাসহ ১১টি অবৈধ ভাটায় অভিযান চালিয়েছে সেগুলো ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এছাড়া ভাটাগুলোকে ৫২ লাখ টাকা জরিমানা ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ দূষণবিরোধী অভিযান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী ধামরাই উপজেলার ডাউটিয়া ও জয়পুরা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এসময় সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলীর মালিকানাধীন মেসার্স আমেনা ব্রিকসকে ২০ লাখ, মেসার্স আইরিন ব্রিকসকে ২ লাখ, মেসার্স লাকি ব্রিকসসে ৩ লাখ টাকা জরিমানাসহ পুরো ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার মালিকানাধীন মেসার্স কালামপুর ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর এম ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স এসবি-১ ও এসবি-২ ব্রিকসকে ২ লাখ, মেসার্স পদ্মা ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স নুর ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স ফারুক ব্রিকসকে ১ লাখ টাকা ও মেসার্স হোসেন ব্রিকসকে ৬ লাখ টাকাসহ মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ধামরাইয়ে অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে পরিচালিত এধরনের ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, ফাতেমাতুজ জহুরা, র‌্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।