হালুয়াঘাটে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

এম.এ খালেক হালুয়াঘাটঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানে দরিদ্রদের জন্য অগ্রাধিকার মূলক প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প-২’ এর আওতায় ময়মনসিংহের হালুয়াঘাটে ৪০টি পরিবার ভূমিসহ ঘর পেল।

রোববার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠান উদ্বোধনি শেষে, হালুয়াঘাট উপজেলা কন্ফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪০ টি ভূমিহীন পরিবারের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি হাতে তুলে দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির,ঝর্ণা ঘোষ,পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা,সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত)সভাপতি কবিরুল ইসলাম বেগ,(ভারপ্রাপ্ত)সাধারন সম্পাদক আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন,আব্দুল ওয়াহাব,বজলুল রহমান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রত্যেকটি ঘরে আছে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও রান্নাঘর। দুই শতাংশ জমির ওপর নির্মিত একেকটি ঘর পাবেন ভূমিহীনরা এছাড়াও বিদ্যুৎ পানি সব ধরনের নাগরিক সুবিধা এখানে রয়েছে।

হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের আশ্রয়ণ ক্রেন্দ্র ০৬টি, কৈচাপুর ইউনিয়নে ০৪টি, হালুয়াঘাট ইউনিয়নে ০৮টি, গাজিরভিটা ইউনিয়নে ১০টি, বিলডোরা ইউনিয়নে ০২টি, শাকুয়াই ইউনিয়নে ২টি, নড়াইল ইউনিয়নে ৩টি এবং ধারা ইউনিয়নে ০১টি ঘর নির্মান করা হচ্ছে।