পোস্ট অফিসের কার্যক্রম চলে বাড়িতেই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দেড় যুগেরও বেশি সময় ধরে বাড়িতেই চলছে রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া পোস্ট অফিসের কার্যক্রম। জানা যায়, ২০০৪ সালে কোনাবাড়িয়া পোস্ট অফিসের (৬৪০৩ কোড) কার্যক্রম শুরু হয়। শুরুতে গ্রামের পোস্ট মাষ্টার মোহাম্মদ হক সাহেবের বাড়ির একটি কক্ষে এর কার্যক্রম পরিচালিত হতো। তিনি মারা গেলে ২০০৭ সালের পর থেকে অফিস সহায়ক (পিয়ন) মো. জিন্নাহ গ্রামের জোয়াদ্দার পাড়ায় তার নিজ বাড়ি থেকেই এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পোস্ট অফিসের এই পিয়ন জিন্নার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। কোনাবাড়িয়া পোস্ট অফিসের আওতাধীন তালঘোড়িয়া গ্রামের মো. জুয়েল রানা অভিযোগ করে বলেন, পোস্ট অফিসের পিয়ন আমার চাকরির ভাইভা কার্ডের চিঠি ভাইভার তারিখের পর হস্তান্তর করেছিলেন। আমার নামে আসা ভাইভা কার্ডের চিঠির মুখ খোলা ছিলো। তার মানে পিয়ন সেটি খুলে ভাইভার তারিখ পেরিয়ে যাওয়ার পর সেটি বিলি করে। নাম প্রকাশে অনিচ্ছুক কোনাবাড়িয়া গ্রমের এক দম্পত্তির নামে আসা দুটি পৃথক চিঠিরই মুখ খোলা অবস্থায় পায় তারা। তাদের অভিযোগ পিয়ন জিন্নাহ সেটি খুলে দেখেছে। অন্য একজন অভিযোগ করেন তার নামে কোন চিঠি এলে পিয়নের বাড়ি থেকে তা নিয়ে আসতে হয়। এভাবে খবর না পেয়ে অনেক চিঠি তিনি পান না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিয়ন জিন্নাহ বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো পুরোপুরি সত্য নয়। তবে তিনি একাই একটি পোস্ট অফিস চালাই বলে সঠিক সময়ে নিয়মিত সেবা দেওয়া সম্ভব হয় না। তাই আমি দ্রুত পোস্ট অফিসের একটি নিজস্ব ঘর তৈরির দাবি জানাই। যোগাযোগ করা হলে রাজশাহীর ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মো. ওয়াহেদ্দুদ জামান জানান, নানা সীমাবদ্ধতার কারণে রাজশাহী অঞ্চলের আনেক পোষ্ট অফিসেই স্থায়ী কোন ঘর নেই। পোস্ট মাষ্টাররা সুবিধামত জায়গায় অফিসের কার্যক্রম পরিচালনা করছে।কোনাবাড়িয়া পোস্ট অফিসেও নিজস্ব কোন ঘর না থাকায় এই সমস্যাগুলো বেশি হচ্ছে। এলাকাবাসী দ্রুত একটি পোস্ট অফিস ঘর নির্মাণসহ যাবতীয় সমস্য সমাধানের দাবি জানিয়েছেন। Share this:FacebookX Related posts: মাদ্রাসায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম জয়পুরহাটে ভিক্ষুক মুক্ত কার্যক্রম শুরু রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ সরকার যে বেতন দেয়, তার বাইরে হাত পাতানোর দরকার পড়ে না-খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী সুমনের মোটরসাইকেল শোডাউন পোরশায় সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় SHARES Matched Content দেশের খবর বিষয়: কার্যক্রমচলে বাড়িতেইপোস্ট অফিসের