১৭২ বোতল বিদেশী বিয়ারসহ গ্রেফতার-১

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন ভাগলপুর এলাকা থেকে ১৭২ বোতল বিদেশী বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৭ জুন ২০২১ খ্রিঃ তারিখ অনুমান ১৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন ভাগলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু তারেক(৪৮), পিতা-মৃত আবুল কালাম খাঁন, সাং-বাজিতপুর খাাঁনবাড়ী, থানা-বাজিতপুর ও জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজত হতে১৭২(একশত বাহাত্তর)বোতল বিদেশী বিয়ার ও ০১(এক)টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ এলাকায় বিদেশী বিয়ার অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে কিশোরগঞ্জ জেলারবাজিতপুর থানায়মামলা দায়েরকরাহয়েছে।