গাজীপুরে চোলাইমদসহ গ্রেফতার ১

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

স্টাফ রির্পোটার : গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় ২শত ৯০ বোতল চোলাইমদসহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি(হাজীর মাজার) এলাকার মোঃ মতি মিয়ার ছেলে মোঃ আমির হোসেন(৪০)।

রবিবার দুপুরে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ২৭ ডিসেম্বর(রবিবার) সকাল সাড়ে নয়টায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার কাচারী রোড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ আমির হোসেন(৪০)কে হাতে নাতে গ্রেফতার করা হয় ও তার সাথে থাকা ২শত ৯০বোতল (১শত ১৬ লিটার) দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৬হাজার টাকা।

আব্দুল্লাহ আল মামুন আরো জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ আমির হোসেন দীর্ঘদিন ধরে জিএমপি গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকায় দেশীয় তৈরী চোলাইমদের ব্যবসা করে আসছে। অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজেদের হেফাজতে রাখায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।

এ ব্যাপার মামলা প্রক্রিয়াধীন আছে।