হালুয়াঘাটে ভূমি সেবা সপ্তাহ পালিত

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২১
হালুয়াঘাটে ভূমি সেবা সপ্তাহ পালিত

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : “আমাদের সেবা নিন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন” এই স্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ- পালিত হয়েছে।
রবিবার (৬ জুন) বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব জুম মিটিংয়ের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা ভূমি অফিস ছাড়াও ১২ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমির মালিকগণ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল খতিয়ান, ই-নামজারিসহ ভূমি সেবাসমূহ সম্পর্কে ধারণা ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী একজন ভূমি সেবা গ্রহীতাকে দাখিলা প্রদান করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান তৌহিদ।