দিনমজুরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলা হাসান শেখ নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের নিজ বসত ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান শেখ (৩৫) একই গ্রামের মৃত ছোবাহান শেখের ছেলে।

নিহতের মামা শামসুল হক জানান, রোববার সকালে তার ভাগিনা নিহত হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসে। তখন হাসানকে তার ঘরের সামনে থেকে ডাকাডাকি করলেও সাড়া শব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখা যায় যে, রক্তাক্ত অবস্থায় হাসান মাটিতে পড়ে আছে। ডাব ব্যবসায়ী তার বাড়িতে গিয়ে হাসানের বিষয়টি জানালে তারা হাসানের বাড়িতে এসে দরজা খুলে রক্তাক্ত অবস্থায় মৃত হাসানের দেহ ঘরের মাটিতে পড়ে থকতে দেখে। নিহত হাসানের গলায়, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিলো। এ সময় তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন আছে।