প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে শাহিন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। জানা যায়, পল্লবীতে সাবেক এমপি আউয়ালের সঙ্গে শাহীন উদ্দিনের জমি দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের আউয়াল ভাড়াটিয়া কিলার গ্রুপ দিয়ে শাহীন উদ্দিনকে খুনের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১৬ মে বিকেল ৩টার দিকে মুরাদ, মানিক ও মনির চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে শাহীন উদ্দিনকে হত্যা করে। পুলিশের হাতে গ্রেফতার মুরাদ দুই দিনের রিমান্ডে এমন তথ্যই জানিয়েছে। হত্যার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুই যুবক চাপাতি দিয়ে শাহীন উদ্দিনকে উপর্যুপরি কোপানোর দৃশ্য ভিডিও ফুটেজে দেখা যায়। তবে ওই ভিডিও ফুটেজে গ্রেফতারকৃত মুরাদকে দেখা যায়নি। তবে পুলিশ বলছে, মুরাদই প্রথম চাপাতি দিয়ে শাহীনকে কুপিয়েছে। মানিক ও মনিরকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। গত ১৬ মে পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডে ৭ বছরের সন্তানের সামনে শাহীন উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ মুরাদকে গ্রেফতার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এলাকায় জায়গা জমি দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের বিরুদ্ধেও প্রতিপক্ষরা এর আগে মামলা দায়ের করেছিলেন। আবার এম এ আউয়ালের বিরুদ্ধেও মামলা রয়েছে। তবে ঘটনার দিন যারা শাহীনকে হত্যা করেছিল, তারা ভাড়াটিয়া কিলার গ্রুপের সদস্য। এর আগেও পুলিশের হাতে মুরাদ গ্রেফতার হয়েছিল। মুরাদের অপর দুই সহযোগী মানিক ও মনিরও পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। হত্যার ঘটনার বর্ণনা দিয়ে পল্লবী থানার ওসি বলেন, ১৬ মে বিকালে শাহীন উদ্দিন তার ছেলে মাশরাফিকে মোটরসাইকেলে করে ঘুরছিলেন। এমন সময় কেউ একজন শাহীনকে ফোন করে ৩১ নম্বর রোডে দেখা করার কথা বলে। সেখানে পৌঁছালে মাশরাফিকে মোটরসাইকেল থেকে তার বাবা নামিয়ে দেয়। এরপর এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এসময় ওই ব্যক্তি লাথি মেরে শাহীনকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর মুরাদ ওই ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে মানিক ও মনির চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মুরাদ পল্লবীর ডি ব্লকের ২৭/এ নম্বর রোডের ৬/৭ নম্বর বাড়িতে থাকে। তার বাবার নাম মফিজুর রহমান। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার গ্রেফতার ২ SHARES Matched Content অপরাধ বিষয়: আউয়াল গ্রেফতারপ্রকাশ্যে কুপিয়ে হত্যাসাবেক এমপি