অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহর সংলগ্ন পদ্মা নদীর পাড় , সিএন্ডবি ঘাট, মদনখালী ও ধলার মোর এলাকা থেকে রাতের আঁধারে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করিতেছে একটি প্রভাবশালী মহল। প্রভাবশালী মহলটি এতই শক্তিশালী আশে পাশের কেউ এদের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। সরেজমিনে ঐ এলাকায় গেলে এলাকাবাসীরা জানান, এলাকার বাদশা মিয়ার ছেলে আজম , দুলাল, , বাবু ( কুমড়া বাবু ), তন্ময়, যুব , বদর উদ্দিন ও তার ছেলে জাহাঙ্গীর , লক্ষীপুর এলাকার রাজু , রানা , তানীম , রুহুল সহ প্রায় ৫০ জন ব্যক্তিরা প্রশাসনের চোখ ফাকি দিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী লোকদের ম্যানেজ করে প্রতি রাতে ঐ সকল এলাকা থেকে প্রায় ১৫/২০ লক্ষ টাকার বালি ও মাটি বিক্রয় করে থাকে। তারা আরো জানান , জনৈক জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী, রাজনীতিবীদ ও ফরিদপুরের চরাঞ্চলের কৃতী সন্তানের নামে পরিচিত তার নাম ব্যবহার করে প্রতিদিন রাত ১২টার পর থেকে ভোর রাত পর্যন্ত শহর সংলগ্ন পদ্মা নদীর পাড় , সিএন্ডবি ঘাট, মদনখালী ও ধলার মোর এলাকা থেকে রাতের আঁধারে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করিতেছে । এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে । ইতিপূর্বে উপজেলা নির্বাহী পরিষদ , পানি উন্নয়ন বোর্ড ও বি আই ডাব্লিউ টি এ পদ্মা নদী ড্রেজার দিয়ে খনন করার জন্য টেন্ডারের মাধ্যমে ৮ জন ঠিকাদারকে বালু ও মাটি বিক্রি করার অনুমতি দিলে ও উপরোক্ত ঐ বালু দস্যুরা প্রশাসনের অনুমোদন ব্যতীত অবৈধভাবে বীর বাহাদুরের মতো বালু ও মাটি উত্তোলন করে দেদারছে বিক্রয় করে যাচ্ছে । নাম প্রকাশ না করার শর্তে অবৈধ বালু ব্যবসায়ী জানান , উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ , মো কামাল হোসেনের মাধ্যমে টাকা দিয়ে ম্যানেজ করে আমরা এই বালু ব্যবসা চালিয়ে যাচ্ছি এবং তিনি আরো জানান , এসি ল্যান্ডের ড্রাইভারকে ও আমরা ম্যানেজ করে রেখেছি যাতে অভিযানে নামলেই আগেই আমাদেরকে ড্রাইভার ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। আমরা তখন দ্রুত বালু কাটা বন্ধ রেখে অন্যত্র চলে যাই , তারা অভিযানে এসে আমাদেরকে পায় না তবে মাঝে মাঝে আমাদের দুই এক জন গাড়ির ড্রাইভারকে পেয়ে যায় এবং এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় । এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ কামাল হোসেন জানান , আমার সাথে অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের কোন সম্পৃক্ততা নেই । যারা বলছে আমাকে টাকা দেয় এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । অবৈধ বালু উত্তলোনের বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান , আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অব্যাহত রেখেছি এবং সাম্প্রতি মদনখালী এলাকা থেকে এক ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ টি ভেকু পুড়িয়ে দেয়া হয়েছে । তিনি আরো জানান , অবৈধ বালু ব্যবসায়ীরা এতো চতুর অনেক রাতের আঁধারে বালু কেটে ঐ মুহূর্তে আমরা খবর পাই না ও যেতে ও পারি না । অবৈধ বালু উত্তোলনের বিষয়ে ( পদ্মা নদী এলাকা সংলগ্ন ) ডিগ্রীচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির সত্যতা স্বীকার জানান , রাতের আঁধারে কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত বলে আমি শুনেছি কিন্তু আমি তাদেরকে চিনি না । ফরিদপুর শহর সংলগ্ন পদ্মা নদীর পাড় , সিএন্ডবি ঘাট, মদনখালী ও ধলার মোর এলাকাবাসীদের দাবি আজম গং সহ সংশ্লিষ্ট আশ্রয়দাতা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফরিদপুর শহরকে রক্ষা করার দাবি জানান । Share this:FacebookX Related posts: বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের গোপালগঞ্জে ট্রাকের চাপায় স্কুল শিক্ষিকা নিহত আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার কেমিক্যাল মেশানো ৫ হাজার কলা ধ্বংস করোনামুক্ত হলেন ভৈরবের এসিল্যান্ড হিমাদ্রী খীসা পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ কালিয়াকৈরে গরুবাহী ট্রাক পানিতে, ১৩টি গরুর মৃত্যু ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ছাড়া পেলেন ‘শিশুবক্তা’ রফিকুল মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন অবজারভারের লাবনী ইয়াসমিন বেডের অভাবে আইসিইউ ওয়ার্ড এখন টিকা কেন্দ্র SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনেকোটি কোটি টাকার রাজস্বসরকার হারাচ্ছে